সাতকানিয়ার ভোটে ভারত থেকে অস্ত্র এনে র‌্যাবের জালে ৮ সন্ত্রাসী

জেলা প্রতিনিধি    ০৮:৫০ পিএম, ২০২২-০২-১৫    65


সাতকানিয়ার ভোটে ভারত থেকে অস্ত্র এনে র‌্যাবের জালে ৮ সন্ত্রাসী

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার নেতৃত্বে ছিলেন মূলত নাসির উদ্দিন ও মো. কায়েস। নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সৎ ভাই কায়েস এই অস্ত্র একজনের কাছ থেকে ভাড়ায় এনেছিলেন। গত ৭ ফেব্রুয়ারির ভোটে সহিংসতায় ব্যবহৃত বিদেশি অস্ত্র ভারত থেকে আসা বলে জানায় র‌্যাব।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অস্ত্রধারী মো. কায়েসসহ অস্ত্রধারী ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চট্টগ্রাম মহানগর, চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান সদর ও ঢাকার তেজকুনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে তারা আসামিদের শনাক্ত করেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কায়েস (২২), নাসির উদ্দিন (৩১), মো. মোরশেদ (২৬), কোরবান আলী (৩৭), মো. ইসমাঈল (৫৫), মো. জসিম (২৪), মো. মিন্টু (২৬) ও মো. নুরুল আবছার (৩৩)।

গ্রেপ্তার ব্যক্তিরা র‌্যাবকে সহিংসতায় ব্যবহৃত তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, অন্যান্য দেশীয় অস্ত্র ও ৪২টি গোলাবারুদ খাগরিয়া থেকে বের করে দেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কায়েস, নাসির, মোরশেদ, আবছার ও মিন্টুর বিরুদ্ধে আগেও সাতকানিয়া থানায় মামলা হয়েছে। তারা নিজেদের নৌকার প্রার্থী মো. আক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিমউদ্দিনের সমর্থক বলে স্বীকার করেছেন।

র‌্যাব জানিয়েছে, খাগরিয়ার নির্বাচনে সহিংসতায় নেতৃত্বে ছিলেন মূলত নাসির উদ্দিন ও মো. কায়েস। কায়েস এই অস্ত্র একজনের কাছ থেকে ভাড়ায় এনেছিলেন। সহিংসতায় ব্যবহৃত বিদেশি অস্ত্র ভারত থেকে আসা বলে জানায় র‌্যাব।

৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউপি নির্বাচনে দুজন প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে শিশুসহ দুজন মারা যান। এই ঘটনায় দুটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। বেশ কয়েকটি মামলাও হয়। ঘটনার পর র‌্যাব সদর দপ্তরের নেতৃত্বে র‌্যাব-২, র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ অভিযান পরিচালনা করে।

১৪ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১৫-এর অভিযানে বান্দরবান সদর থেকে সহিংসতায় অংশগ্রহণকারী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, চট্টগ্রামের সাতকানিয়া থেকে মো. মোরশেদ, কোরবান আলী ও মো. ইসমাঈলকে থেকে গ্রেপ্তার করা হয়। তারাই পরে সহিংসতায় ব্যবহৃত অস্ত্র বের করে দেন। ওই রাতেই র‌্যাব-৭ চট্টগ্রাম মহানগর থেকে মো. জসিমকে গ্রেপ্তার করে। জসিমের দেওয়া তথ্যানুসারে চট্টগ্রামের চন্দনাইশ থেকে গ্রেপ্তার হন মো. মিন্টু। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুসারে, র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে মঙ্গলবার ভোরে র‌্যাব-২ ঢাকার তেজকুনীপাড়া থেকে মো. কায়েস ও তার সহযোগী মো. নুরুল আবছারকে ধরে ফেলে।

খাগরিয়ার নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সৎ ভাই মো. কায়েস দুই বছর ধরে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এর বাইরেও তিনি নিয়মিত সাতকানিয়া উপজেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। এলাকায় তার ৩০ থেকে ৪০ জনের একটি সন্ত্রাসী দল আছে। তিনি বিভিন্ন মাধ্যম থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সংগ্রহ করে দলের সদস্যদের সরবরাহ করতেন। নির্বাচনী সহিংসতার ঘটনায় তার নেতৃত্বেই জসিম, মোরশেদ, মিন্টু, আবছারসহ আরও শতাধিক সশস্ত্র সন্ত্রাসী সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে সহিংসতা চালান। এরপরই তিনি ঢাকায় চলে এসে আত্মগোপন করেন।

নাসির উদ্দিন নির্বাচনের দিন মেরুন রঙের মাফলার ও মুখে লাল-সবুজ রঙের মাস্ক পরে একটি একনলা বন্দুক হাতে নেমেছিলেন। তিনিও একটি প্রতিষ্ঠানের চট্টগ্রাম বন্দর শাখার কর্মচারী। তিনি ২০১২ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে ছিলেন। ফিরে এসে প্রথমে ঢাকার শাহবাগে ফুল বিক্রি করতেন। নির্বাচনের দিন তিনিও সশস্ত্র একটি দলের নেতৃত্ব দেন। নির্বাচন পণ্ড হয়ে গেলে নাসির বান্দরবানের গহিন জঙ্গলে আত্মগোপন করেন।

র‌্যাব জানিয়েছে, আবছার ঢাকায় কাভার্ড ভ্যান সমিতির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। যখনই সাতকানিয়ায় কোনো সহিংসতার আশঙ্কা দেখা দেয়, তখন তিনি ঢাকা থেকে চলে যান। এবারও তিনি ঢাকা থেকে সাতকানিয়াতে চলে যান। কায়েসের নির্দেশে আবছার সাতকানিয়ার খাগরিয়াতে নির্বাচনের সময় সশস্ত্র সন্ত্রাসীদের বিভিন্ন দিকনির্দেশনা ও নেতৃত্ব দেন। পরে তিনি ঢাকায় চলে আসেন ও আত্মগোপন করেন। তিনি কায়েসকেও আত্মগোপনে থাকতে সহায়তা করেন।

সিএনজি চালক মোরশেদ কায়েসের দলের অন্যতম সদস্য। তাকে ঘটনার দিন একটি একনলা বন্দুক হাতে সহিংসতা ও নাশকতা চালাতে দেখা যায়। গ্রেপ্তার জসিম খাগরিয়ার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি হলেও চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সহিংসতায় বিভিন্ন সময়ে অংশ নেন। সহিংসতার সময় লাল জ্যাকেট পরে কার্তুজের একটি বস্তাসহ তাকে মোরশেদের পাশে দেখা যায়। সহিংসতার পর তিনি চট্টগ্রাম মহানগরে আত্মগোপন করেন।

১৩-১৪ বছর ধরে গাড়িচালক মিন্টু চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভাড়ায় মাইক্রোবাস চালিয়ে আসছেন। কায়েসের নির্দেশে মিন্টু অস্ত্র পরিবহন করেন। এ ছাড়া সহিংসতার উদ্দেশ্যে ৩০ থেকে ৩৫ জন বহিরাগতকে বিভিন্ন পরিবহনে করে তিনি নিয়ে আসেন। সহিংসতার সময় তার হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। কোরবান আলী পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি সহিংসতাকারীদের লাঠিসোটা ও অন্যান্য দেশীয় অস্ত্র সরবরাহ করেন বলে জানায় র‌্যাব। তার বাসা থেকে র‌্যাব দেশীয় অস্ত্র উদ্ধার করে।

অন্যদিকে ইসমাঈল হলেন জমির দালাল। আগে রংপুর থেকে তামাক সংগ্রহ করে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তিনি খাগরিয়া ইউনিয়নে সহিংসতায় লাঠিসোটা ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সক্রিয়ভাবে অংশ নেন বলে জানায় র‌্যাব।



রিটেলেড নিউজ

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

ভিনগ্রহে প্রথম পানির সন্ধান পেল নাসা

bcv24 ডেস্ক

মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

bcv24 ডেস্ক

কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

তামাকপণ্যের প্রকৃত মূল্য কমবে, দরিদ্র ও তরুণদের ব্যবহার বাড়বে

bcv24 ডেস্ক

প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

bcv24 ডেস্ক

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

অস্ত্রোপচারের আগমুহূর্তের আতঙ্ক ও সমাধান

bcv24 ডেস্ক

পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত